আমেরিকায় হামলা বন্দুকবাজের
কোভিড আবহে আমেরিকায় জ্বলে উঠল বারুদ। নিউ ইয়র্কে একটি জমায়েতে গুলি চালাল বন্দুকবাজরা। অতর্কিত এই হামলায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জমায়েতে বন্দুকবাজের হামলায় ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুডম্যান স্ট্রিট ও পেনসিলভ্যানিয়া এলাকায় এই জমায়েতে দুপুর প্রায় সাড়ে বারোটার নাগাদ এই হামলা চলে। জমায়েতে কমপক্ষে ১২ জন লোক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। কে বা কারা এই ঘটনায় গুলি চালালো তা জানা না গেলেও, কোনও জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। যদিও দায় স্বীকার করা হয়নি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে। বন্দুকবাজদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।